এনবিএসটিসির চালক ও কনডাক্টরের গাফিলতিতে মৃত্যুর অভিযোগ মালদায়

মালদা, ২০ জুনঃ পথ দূর্ঘটানায় আহত এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (এনবিএসটিসি) এক বাস চালক ও কনডাক্টরের বিরুদ্ধে। মৃত ব্যক্তির নাম আয়ুব খান (৩৮)। মালদার গাজোল থানার পাণ্ডুয়া এলাকার বাসিন্দা সে। পেশায় ভুটভুটি চালক ছিল আয়ুব।

প্রতি মঙ্গলবার পাণ্ডুয়াতে বড়ো হাট বসে। সেকারনে আজ যাত্রীসংখ্যাও অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি ছিল। এদিন সকালে যাত্রী নিয়ে আমতলা থেকে পাণ্ডুয়ার দিকে যাচ্ছিল ভুটভুটি নিয়ে। জাতীয় সড়কে ওঠার সময় ডিভাইডারের কাছে উল্টো দিক থেকে আসা একটি মারুতি ভ্যান সজোরে ধাক্কা মারে আয়ুবের ভুটভুটিতে। গুরুতর আহত হন আয়ুব খান।

সেসময় বালুরঘাট থেকে মালদার অভিমুখে এনবিএসটিসির একটি বাস আসছিল। স্থানীয়দের তত্পরতায় আয়ুব খানকে তুলে দেওয়া হয় সেই বাসে। বাসের চালক গৌতম রায় ও কনডাক্টর প্রবীর গড়াইকে মালদা মেডিক্যাল কলেজে আয়ুবকে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়।

কিন্তু সকলকে অবাক করে বাসের চালক ও কনডাক্টর তাদের দায়িত্ব ভুলে গিয়ে বাসটি সোজা বাস ডিপোতে নিয়ে যায়। সময়মতো চিকিত্সা না পেয়ে বাসেই মৃত্যু হয়েছে তাঁর।

বাসের চালক ও কনডাক্টর এব্যাপারে মুখ খুলতে চাননি। সেই বাসেই তাঁকে মালদা মেডিক্যাল কলেজে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়।

এদিকে আয়ুব খানের বাড়ির লোকজন খবর পেয়ে মালদা মেডিক্যাল কলেজে পৌঁছে দেখে যে আয়ুব খানকে সেখানে আনা হয়নি। এরপরই ঘটনার খবর চাউর হয় এবং হাসপাতাল চত্ত্বরে বিক্ষোভ দেখানে শুরু করে আয়ুবের পরিজনেরা। এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tnhzxT

June 20, 2017 at 02:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top