পাহাড়ে শোকমিছিল গোর্খা জনমুক্তি মোর্চার

দার্জিলিং, ১৮ জুনঃ গোর্খা জনমুক্তি মোর্চার তিন কর্মী সমর্থকের মৃতদেহ নিয়ে রবিবার দার্জিলিংয়ে শোক মিছিলে নামল মোর্চা। শুধু মোর্চাই নয়, পাহাড়ের সংখ্যালঘু বিভিন্ন সম্প্রদায়ের মানুষই এই মিছিলে পা মিলিয়েছেন। মুখে কালো কাপড় বেঁধে, হাতে গোর্খাল্যান্ড দাবির সমর্থনে লেখা প্ল্যাকার্ড নিয়ে মিছিলে যোগ দিয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। দার্জিলিংয়ের বিভিন্ন প্রান্ত থেকে টুকরো টুকরো মিছিল এসে চকবাজারে একত্রিত হয়েছে। সেখান থেকে মৃতদেহ নিয়ে মিছিল যায় দার্জিলিং রেল স্টেশনের দিকে। কার্যত দার্জিলিংয়ের রাজপথের দখল নিয়েছে এই মিছিল। সিংমারি পর্যন্ত যাওয়ার কথা।  তবে, এদিন পুলিশ মিছিল আটকানোর পথে হাঁটেনি। বরং যথেষ্ট সংযত হয়েই মিছিল সামলেছে। মোর্চার তরফেও এখনো পর্যন্ত কোনোরকম হিংসাত্মক ঘটনা ঘটেনি। অশান্তির আশঙ্কায় দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে রাজ্য পুলিশের পাশাপাশি আধা সামরিক বাহিনী, সেনা, র‍্যাফ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sGibBB

June 18, 2017 at 01:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top