ঢাকা, ২৬ জুন- সময়টা বেশ ভালোই যাচ্ছে নুসরাত ফারিয়ার। ঈদে মুক্তি পাবে তার অভিনীত বস ২ ছবিটি। আর ঈদের সময়কার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন পরিবর্তন ডটকমর সঙ্গে। তারই কিছু অংশ তুলে ধরেছেন পরিবর্তন প্রতিবেদক আহমেদ জামান শিমুল। ফারিয়া বলেন, আরেজিং, উপস্থাপনা ও নায়িকা হিসেবে আমার ক্যারিয়ার অনেক বছরই তো হল। সবকিছুর আগে সাধারণ ফারিয়ার ঈদ আর এখনকার ফারিয়ার ঈদের মধ্যে খুব একটা তফাৎ নেই। আগেও সকাল বেলা উঠে বাবা-মাকে সালাম করতাম, এখনো তা-ই করি। আমার ঘরে আমি তারকা, আমি নুসরাত ফারিয়া- সেরকম ভাবে ট্রিট করা হয় না বা তারা ভাবেও না। তিনি বলেন, যখন আমি প্রতিদিন বাসা থেকে বের হই তখন আমি বলতে পারি, হ্যাঁ আমি কাজটা করি। আর যখন বাসায় ফিরি, তখন বাইরেরটা বাইরে রেখে ঢুকি- এটা আমার স্টাইল। পরিবারের কাছে সবসময় তাদের আদরের ফারিয়া হিসেবে, সন্তান হিসেবে থাকি সবসময়। ঈদ অভিজ্ঞতা নিয়ে জনপ্রিয় এই নায়িকা বলেন, আগেও সেলামি নিতাম, এখনো নিই। বাবা-মা, আত্মীয়-স্বজন এরা সবাই আমাকে খুব আদর করে। তবে এখন সেলামি দিতে হয় ছোট ভাই-বোনদের। তিনি বলেন, ঈদের দিন ঘুম থেকে উঠে বাবা-মাকে সালাম করে আমার বস ২ ছবিটি দেখতে যাব। এরপর কাজিনদের সঙ্গে ঘুরতে বের হব। আর/১০:১৪/২৬ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tcZ9CJ
June 27, 2017 at 04:55AM
26 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top