সুরমা টাইমস ডেস্কঃ প্রি-মৌসুমে সিলেটে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। বিগত বাষট্টি বছরের মধ্যে এ বছর সিলেটে রেকর্ড ১৮৬৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গত বছর ছিল এ বৃষ্টিপাতের পরিমাণ ১৮৬৫ মিলিমিটার।
সিলেটে আবহাওয়া অফিস স্থাপিত হয়েছে ১৯৫১ সালে। আবহাওয়া অফিসে বৃষ্টিপাতের তথ্য সংরক্ষিত আছে ১৯৫৫ সাল থেকে।
এই তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বিগত ৬২ বছরের মধ্যে বৃষ্টিপাতের প্রি-মৌসুমে এতো বৃষ্টিপাত হয়নি। বৃষ্টিপাতের এ তথ্য নিশ্চিত করেছেন সিলেটের আবহাওয়াবিদ সাইদ আহমদ চৌধুরী।
তিনি বলেন, মার্চ, এপ্রিল ও মে এই তিন মাসকে বৃষ্টিপাতের প্রি-মৌসুম বলা হয়। আর জুন, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর এই চার মাসকে মৌসুম ও অক্টোবর নভেম্বরকে পোস্ট মৌসুম বলা হয়। এ বছর মে মাসের ৩১ তারিখ পর্যন্ত সিলেটে বৃষ্টিপাত হয়েছে ১৮৬৯ মিলিমিটার। জুন মাসের প্রথম সপ্তাহ থেকে সিলেটে মৌসুমী বায়ু শুরু হয়েছে। প্রতি বছর এ বায়ু শুরু হয় জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে।
মৌসুমী বায়ুর প্রভাবে সিলেটে বেশি হচ্ছে। ৩/৪ দিনের মধ্যে এ বায়ু সারা দেশে ছড়িয়ে পড়বে। এর পর বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rsuQ9E
June 05, 2017 at 07:04PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.