লন্ডন, ১৫ জুন- ওয়ানডেতে এ পর্যন্ত ভারতের বিপক্ষে ৫টা জয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ। সেই ৫টি জয় স্পষ্ট বলে দিচ্ছে, ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় মানেই সাকিব আল হাসান! বাংলাদেশ জয় পাওয়া সেই ৫ ম্যাচের মধ্যে ৪টিতে খেলেছেন সাকিব। সেই চার ম্যাচের তিনটিতেই করেছেন হাফসেঞ্চুরি। অন্যটিতে হাফসেঞ্চুরি পাননি মাত্র ১ রানের জন্য। ২০১২ এশিয়া কাপের সেই ম্যাচেও সাকিব খেলেছিলেন ৪৯ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস। বাকি তিন ম্যাচে তার রান ৫৩, ৫২ ও অপরাজিত ৫১। আজ বার্মিংহামের এজবাস্টনে বাংলাদেশের ঐতিহাসিক ম্যাচ। ইতিহাসে প্রথম বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনাল খেলতে নামছে বাংলাদেশ। সামনে প্রথম বারের মতো ফাইনালে উঠার হাতছানি। এমন একটা ম্যাচ ঐতিহাসিক নয়তো কী! তো সেই ঐতিহাসিক ম্যাচের আগে একটাই প্রশ্ন ঘুরে ফিরছে মনের মধ্যে, আজও কী সেই সাকিব আল হাসানই হয়ে উঠবেন নায়ক। পরিসংখ্যান বলছে, ম্যাচটা জিততে হলে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে সাকিবের ব্যাটের দিকেই। সাকিব ভালো করলেই বাংলাদেশ পেয়ে যেতে পারে সাফল্যের দেখা। সাকিব পারবেন ব্যাট হাতে জ্বলে উঠে বাংলাদেশকে প্রথম বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তুলতে? নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচেই খেলেছেন ১১৪ রানের এক মহাকাব্যিক ইনিংস। বাংলাদেশকে পাইয়ে দিয়েছেন রূপকথাকেও হার মানানো জয়। সাকিবের ওই দায়িত্বশীল অতিমানবীয় ইনিংস দেশের মানুষের প্রত্যাশার বেলুনটা আরও ফুলিয়ে-ফাপিয়ে তুলেছে। এখন সেই প্রত্যাশা পূরণের দায়িত্বও তারই! সাকিব ২০০৭ বিশ্বকাপের সেই ঐতিহাসিক জয়ের ম্যাচে নিজের দায়িত্বটা ঠিকঠাকভাবে পালন করতে পেরেছেন। পেরেছেন ২০১৫ সালে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই। পেরেছেন ২০১২ এশিয়া কাপেও। তাহলে আরেকবার কেন নয়। প্রতিপক্ষ যখন সেই ভারত, সাকিবও নিশ্চয় মনে মনে আরেকটি স্মরণীয় ইনিংস খেলার ছবিই আঁকছেন নিজের ভাবনার ক্যানভাসে। আমাদের মতো আমজনতার চেয়ে ফাইনালে উঠার তাড়নাটা যে তাদেরই বেশি! এ আর/১৩:৪৫/১৫ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2scXQAG
June 15, 2017 at 07:43PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন