কর ফাঁকির ১৩০ কোটি টাকাই দিতে রাজি রোনালদো

Captureইউরোপ ::

স্পেনের সরকারি কৌঁসুলিদের অভিযোগ, ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছেন পর্তুগালের তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। তবে শুরু থেকেই সব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছিলেন চারবারের বর্ষসেরা এই ফুটবলার।

এর মধ্যেই গণমাধ্যমের খবর কর ফাঁকির অভিযোগের প্রেক্ষিতে সমপরিমাণ অর্থ দিতে রাজি হয়েছেন এ তারকা। স্পেনের সরকারি কৌঁসুলিদের আনা এ অভিযোগের ভিত্তিতে এক কোটি ৪৭ লাখ ইউরো অর্থাৎ প্রায় ১৩০ কোটি ৮৩ হাজার টাকা দিতে রাজি হয়েছেন রোনালদো।

বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এ তথ্য জানানো হয়েছে। কর ফাঁকির ইস্যুতে আগামী ৩১ জুলাই মাদ্রিদের উপকণ্ঠ পোসলোর আদালতে হাজিরা দেওয়ার কথা রোনালদোর।



from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2rYNz9E

June 22, 2017 at 05:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top