শালকুমারহাট, ১৯ জুনঃ জলদাপাড়া লাগোয়া আলিপুরদুয়ার জেলার শালকুমারহাটের মুনসিপাড়া গ্রামে দাপিয়ে বেড়াল ১৯টি হাতির একটি বিশাল দল। রবিবার রাতে ওই এলাকার ধান খেত, সুপারি ও কলাবাগান দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে। চাষীদের প্রচুর ক্ষতি করেছে ওই হাতির দলটি। ক্ষতিগ্রস্ত চাষিদের মধ্যে প্রফুল্ল রায়, অনন্ত রায় বন দপ্তরের কাছে ন্যায্য ক্ষতিপূরণের দাবি তুলেছেন। তবে হাতির আক্রমণে এলাকায় ঘরবাড়ি ভাঙচুর বা প্রাণ হানির ঘটনা ঘটেনি।
জানা গিয়েছে, জলদাপাড়ার শিসামারা বিটের বনাঞ্চল থেকে হাতির দলটি বের হয়। পরে অবশ্য গভীর রাতে বন দপ্তরের কর্মীদের চেষ্টায় হাতির দলটিকে জলদাপাড়া বনাঞ্চলে পাঠানো সম্ভব হয়েছে। জলদাপাড়ার ইস্ট রেঞ্জার স্বপন মাঝি বলেন, দলটিতে ১৯ টি হাতি ছিল। বড়ধরনের ক্ষতি তেমন হয়নি। তবে চাষিরা সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পেয়ে যাবেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2srhrgC
June 19, 2017 at 05:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন