নিজস্ব প্রতিনিধি::
১১ দিন বন্ধ থাকার পর সচল হয়েছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ফেরী। কুশিয়ারার নদীর উপরের এই ফেরী ৩ জুন থেকে ১৩ জুন পর্যন্ত যান্ত্রিক ত্রুটিতে বন্ধ ছিল। বুধবার সকাল থেকে এই ফেরী চলাচল স্বাভাবিক হয়। ফলে দূর্ভোগ থেকে মুক্তি পেয়েছেন স্থানীয়রা।
স্থানীয় ও ফেরী কতৃপক্ষ সূত্রে জানাযায়, ২০১৫ সালের ১২ অক্টোবরে স্থানীয় সাংসদ এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান রাণীগঞ্জে কুশিয়ারা নদীতে ফেরী সার্ভিস উদ্বোধন করেন। উদ্ধোধনের ফলে হাওর বেষ্টিত সুনামগঞ্জ জেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্নের পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের স্বাভাবিক যাত্রা শুরু হয়। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে মাসে এক-দুবার ফেরী বন্ধ থাকায় চরম দূর্ভোগ পোহাতে হয় ঢাকা থেকে সুনামগঞ্জের বিভিন্ন এলাকার যাতায়াতকারী যাত্রীদের।
ফেরীর দীর্ঘস্থায়ী সমাধান করার জন্য স্থানীয় বাজার ব্যবসায়ীরা দাবি জানিয়ে আসছেন।
সুনামগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী (সওজ) মো. শফিকুল ইসলাম বলেন, দীর্ঘ ১১দিন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ ছিল রাণীগঞ্জ ফেরী। যান্ত্রিক ত্রটি সমাধান করে বুধবার থেকে ফেরী চলাচল সচল হয়েছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2sbhM7b
June 15, 2017 at 01:22AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন