নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এবং ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু বলেছেন, এম ইলিয়াছ আলীকে ফিরিয়ে দেয়া ছাড়া শেখ হাসিনার সামনে আর অন্য কোনো পথ খোলা নেই। ইলিয়াছ আলী ছিলো, ইলিয়াছ আলী আছে এবং ইলিয়াছ আলী থাকবে। বিএনপি এখনো ইলিয়াছ আলীর উপর আস্থা রাখে এবং তারা মনে করে সে ফিরে আসবে।তিনি সোমবার সিলেটে ইলিয়াছ আলীসহ গুম হওয়াদের ফিরে পাওয়ার দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এসময় তিনি বলেন, ইলিয়াছ আলী গণতন্ত্রের জন্য গুম হয়েছে। ভারতীয় আগ্রাসনে বিরুদ্ধে টিপাইমুখ বাঁধসহ বিভিন্ন ইস্যুতে সিলেটের মানুষকে সাথে নিয়ে আন্দোলনে নেমেছিলো। ২১ বছর পর ক্ষমতায় এসে যদি পিতা হত্যার বিচার করা যায় তবে একশো বছর পর হলেও ইলয়াছ আলী গুমের বিচার হবে।
সকালে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করে সিলেট জেলা বিএনপি। নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াছ আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ এবং আনছার আলীসহ গুমকৃতদের ফিরে পাওয়ার দাবিতে এ সমাবেশের আয়োজন করে তারা।
জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী আহমদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা.সাখায়াত হোসেন জীবন, মহানগর বিএনপির সভাপতি নাছিম হোসাইন, বিএনপি নেতা এবং ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঈনুল হক চৌধুরী প্রমুখ।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rFlNzD
June 22, 2017 at 05:21PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন