এশিয়া ::ফিলিপাইনের মারাউই শহরে এখন ইসলামি জঙ্গিরা অনেকটাই পিছু হটেছে বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান এডুয়ার্ডো অ্যানো।
সম্প্রতি দক্ষিণ ফিলিপাইনের এই শহরটি নিজেদের দখলে নিয়ে তাণ্ডব চালাচ্ছিল ইসলামি জঙ্গিরা। এরই মধ্যে মাওতে নামে এক স্থানীয় জঙ্গিগোষ্ঠী আইএসের প্রতি অনুগত্য ঘোষণা করায় চিন্তা বেড়ে যায় প্রেসিডেন্ট রডরিগো দুতের্তের।
ইরাক ও সিরিয়ায় কোণঠাসা হওয়ায় সম্প্রতি এই শহরেই আইএস শক্ত ঘাঁটি গড়ার চেষ্টা করছে বলে মনে করছে প্রশাসন।
মারাউইকে জঙ্গিমুক্ত করতে অভিযানে নামে সেনাবাহিনী। জঙ্গি-সেনা সংঘর্ষে খতম হয় ১৪০ জন জঙ্গি। নিহত ৪০ জন সেনা সদস্য। সংঘর্ষের বলি হন প্রায় ২০ জন স্থানীয় বাসিন্দা।
এডুয়ার্ডো বলেন, ‘জঙ্গিদের প্রতিরোধ কমে আসছে। সংঘর্ষের সময় অনেকেই ভয়ে পালিয়ে যাচ্ছে। আর কয়েক দিনের মধ্যে সব মিটে যাবে।’
মারাউইয়ে রেডিও-র মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে সেনাবাহিনীর মুখপাত্র জানান, ৯ জঙ্গি জমি হারাচ্ছে বুঝতে পেরে আত্মসমর্পণ করেছে।
from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2sJPdxt
June 09, 2017 at 04:04PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.