লন্ডন, ১৯ জুনঃ সোমবার ভোরে উত্তর লন্ডনের এক মসজিদের সামনে পথচলতি মানুষকে পিষে দিল একটি গাড়ি। মৃত ১ এবং আহত আরও ৮। গোটা ঘটনায় সন্ত্রাস যোগের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। আহতরা হাসপাতালে চিকিত্সাধীন।
গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিস। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদী যোগের সম্ভাবনার কথা বলেন। অতি সত্ত্বর একটি উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন তিনি।
মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন জানিয়েছে, সেভেন সিস্টার রোডে ফিন্সবারি পার্ক মসজিদে রাতের প্রার্থনা সেরে বের হওয়ার সময় একদল উপাসকের ওপর হঠাৎই গাড়িটি তুলে দেয় সেই গাড়ির চালক।
৪৮ বছর বয়সী সেই গাড়িটির চালকে স্থানীয়রাই ধরে পুলিশের হাতে তুলে দেন। করানো হবে তার মানসিক স্বাস্থ্যের পরীক্ষা। ঘটনার দায় স্বীকার করেনি কোনো সন্ত্রাসবাদী সংগঠন। তদন্তে লন্ডন পুলিশ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sgR0Mb
June 19, 2017 at 11:49AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন