মুম্বাই, ৩০ জুন- শুধু মঞ্চের অভিজ্ঞতা পুঁজি করে দিল্লি থেকে মুম্বাই পাড়ি জমিয়েছিলেন বলিউড কিং শাহরুখ খান। খালি হাতে এই শহরে পা দিলেও আজ তিনি রাজত্ব করছেন গোটা বলিউড ইন্ডাস্ট্রি। ১৯৯২ সালের ২৫ জুন তার অভিনীত দিওয়ানা ছবিটি মুক্তি পায়। এরপর হিন্দি ছায়াছবির দুনিয়ায় কেটে গেছে ২৫ বছর। পুরো ক্যারিয়ারটাই কিং খানের প্রশংসায় ভাসছে। দিওয়ানা দিয়ে শুরু কিং খানের বলিউড সফর। এরপর বাজিগর, ডর, অনজম-এ নেগেটিভ চরিত্রে শাহরুখের অভিনয় জিতে নিয়েছিল হাজারও দর্শকের হৃদয়। তারপর দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, কুচ কুচ হোতা হ্যায়, কভি খুশি কভি গম, মোহাব্বতে, কাল হোন না হো, কভি আলভিদা ন কহেনা, চলতে চলতে, দেবদাস। ভিন্নধারার ছবি স্বদেশ, মাই নেম ইজ খান, চাক দে ইন্ডিয়াতো রয়েছেই শাহরুখের কিটিতে। অভিনেতা থেকে প্রযোজকের ভূমিকাতেও দেখা গিয়েছে বাদশাকে। শাহরুখ খান ১৪ বার ফিল্ম ফেয়ার পুরস্কার লাভ করেন। এর মধ্যে আটটিই সেরা অভিনেতার পুরস্কার। হিন্দি চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য ২০০২ সালে ভারত সরকার শাহরুখ খানকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে। আর/১৭:১৪/৩০ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sY5dOw
June 30, 2017 at 09:48PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন