ইসলামাবাদ, ২৩ জুন- চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের পর সব কিছুই যেন এখন সরফরাজ আহমেদের নাগালে। পাকিস্তানের ওয়ানডে ও টি-২০ দলের অধিনায়ককে এবার টেস্ট নেতৃত্বও দেয়া হচ্ছে। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) খবরে একথা বলা হয়েছে। গত মে মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে মিসবাহ উল হক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ায় এত দিন এ পদটি খালি ছিল। মিসবাহ অবসর নেয়ার পর থেকে টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম পছন্দ ছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ৩০ বছর বয়সী সরফরাজ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের পর টেস্ট অধিনায়কত্ব পাওয়া তার অনেকটাই নিশ্চিত। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খানের আনুষ্ঠানিক ঘোষণাটাই কেবল বাকি। পিসিবির এক কর্মকর্তা জানান, এটা এখন কেবলমাত্র বোর্ড চেয়ারম্যানের দেশে ফিরে আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার ব্যপার। সিদ্ধান্ত ইতোমধ্যেই নেয়া হয়ে গেছে এবং এটাই চূড়ান্ত। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে মিসবাহর ডেপুটি হিসেবে নিয়োগ পাওয়া সরফরাজ এখন টেস্ট অধিনায়কত্ব গ্রহণ করবেন। মিসবাহ সাত বছর পাকিস্তান টেস্ট দলের নেতৃত্ব দেন এবং নিজ দেশের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক ছিলেন তিনি। ২০১০ সালের শেষ দিকে দায়িত্ব গ্রহণ করার ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে পাকিস্তানের হয়ে শেষ ম্যাচ খেলা পর্যন্ত এ পদে বহাল ছিলেন তিনি। পাকিস্তান দলের পরবর্তী টেস্ট অ্যাসাইনমেন্ট রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ আয়োজন করবে পাকিস্তান।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rJBjL5
June 23, 2017 at 09:29PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন