বাংলাদেশ ও ভারত সম্পর্ক আরো জোরদার হবে–হর্ষবধর্ণ শ্রিংলা..।

নিজস্ব প্রতিনিধি::

মাধবপুরে যাত্রা বিরতি করেছেন প্রধান বিচারপতি এসকে সিনহা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধণ শ্রিংলা।

রোববার সকালে তিনি ঢাকা থেকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ যাবার পথে মাধবপুরে সড়ক ও জনপথ বিভাগের ডাক বাংলোতে উঠেন। এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর- চুনারুঘাট আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী, হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান, পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এ সময় ভারতের হাই কমিশনার বলেন, ভারত- বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক ঐতিহাসিক। ভবিষ্যতে বাংলাদেশ ও ভারত সম্পর্ক আরো জোরদার হবে। বাংলাদেশের পাশে ভারত সব সময় রয়েছে। যে কোনো পরিস্থিতির মধ্যেও ভারত বাংলাদেশকে ভারত সাহায্য করবে। তিনি সিলেটের চা বাগান ও প্রাকৃতিক মনোরম দৃশ্যের প্রশংসা করে বলেন বাংলাদেশ বিশ্বের কাছে একটি অতুলনীয় রাষ্ট্র।

এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, মাধবপুরে একটি কলেজ সরকারি করা হয়েছে। আরেকটি কলেজ সরকারি করনের দাবি রয়েছে। এটি দ্বিতীয় ধাপে করার জন্য প্রধানমন্ত্রীকে জানানো হবে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2r8Qwos

June 12, 2017 at 03:37AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top