বন্যপ্রাণীর মৃত্যু রুখতে উত্তরাখণ্ড মডেল

আলিপুরদুয়ার, ২২ জুনঃ ডুয়ার্সে ট্রেনে কাটা পড়ে হাতি ও অন্য বন্যপ্রাণীর মৃত্যু রুখতে এবার উত্তরাখণ্ডের মডেল খতিয়ে দেখা হবে। সেখানকার রাজাজি পার্কে হাতির মৃত্যু রুখতে বেশ কয়েকটি পদক্ষেপ করা হয়েছে। সেগুলি অনেকটাই সফল। তাই এ রাজ্যেও সেই মডেল চালু করার কথা ভাবছে রেল মন্ত্রক ও বন দপ্তর।

বুধবার রাজাভাতখাওয়া প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে রেল ও বনকর্তাদের বৈঠক বসে। সেখানে হাজির ছিলেন রাজ্যের মুখ্য বনপাল (বন্যপ্রাণ) রবিকান্ত সিনহা, রেলের আলিপুরদুয়ারের ডিআরএম চন্দ্রবীর রমণ প্রমুখ। সেই বৈঠকে ঠিক হয়েছে, জলঢাকা সেতুর কাছে হাতিদের করিডর নিয়ে যৌথ সমীক্ষা হবে। রেল ও বন দপ্তরের মধ্যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে। ডুয়ার্সে রেললাইনের আশপাশে কোনো বন্যপ্রাণীকে দেখা গেলে সঙ্গে সঙ্গে সেই গ্রুপে জানানো হবে। সেইমতো রেল কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। তাছাড়া আলিপুরদুয়ার থেকে গুলমা পর্যন্ত ১৬০ কিলোমিটার রেলপথের দু-পাশে সবুজায়নের লক্ষ্যে রেলের জমিতে গাছ লাগানোর কথা ভাবা হচ্ছে। এ ব্যাপারে রেলের কাছে প্রস্তাব চেয়েছে বন দপ্তর।

ডুয়ার্সে ট্রেনে কাটা পড়ে হাতিমৃত্যুর পর এমন একাধিক বৈঠক করেছে রেল ও বন কর্তৃপক্ষ। কিন্তু তার কোনো ফল দেখা যায়নি। এমনটাই মনে করছেন উত্তরবঙ্গের প্রকৃতিপ্রেমী সংগঠনগুলি। এবারের বৈঠকও কতটা কার্যকর হবে, তা নিয়েও সন্দেহ রয়েছে তাদের।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sXKyex

June 22, 2017 at 10:23AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top