মনোনয়ন জমা দিলেন মীরা কুমার

নয়াদিল্লি, ২৮ জুনঃ বিরোধীদের প্রার্থী মীরা কুমার রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর মনোনয়নপত্র পেশ করলেন। সংসদ ভবনে লোকসভার সেক্রেটারি জেনারেলের কাছে আজ সকাল ১১ টা নাগাদ কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলেরর শীর্ষনেতাদের উপস্থিতিতে মনোনয়পত্র পেশ করলেন মীরা কুমার।

উপস্থিত ছিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপির শরদ পাওয়ার, সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন-সহ অন্যান্য বিরোধীদলের নেতারা।

মঙ্গলবার একটি সাংবাদিক সম্মেলনে মীরা কুমার জানিয়েছেন, ৩০ জুন তিনি গুজরাতের সবরমতী আশ্রম থেকে প্রচার শুরু করবেন। তিনি আরও বলেন, ‘এই নির্বাচনে লড়াই দলিত বনাম দলিতের। তিনি আরও বলন, এর আগেও এই নির্বাচনে উঁচু জাতের লড়াইয়ে জাত নিয়ে কেউ প্রশ্ন তুলত না। শুধুমাত্র তাদের শিক্ষাগত যোগ্যতা এবং তাদের কোয়ালিটির ওপর প্রতিদ্বন্দ্বিতা হয়। কিন্তু যখন দুই দলিত প্রতিদ্বন্দ্বিতা করে সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং কোয়ালিটি হয়ে দাঁড়ায় গুরুত্বহীন। সেক্ষেত্রে জাত হয়ে দাড়ায় মূল বিষয়।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2t01T3Q

June 28, 2017 at 02:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top