মোদির জন্য লাল কার্পেট বিছিয়ে অপেক্ষায় হোয়াইট হাউস

ওয়াশিংটন ডিসি, ২৫ জুনঃ তখনও নরেন্দ্র মোদির বিমান অ্যান্ড্রুজ এয়ারবেস ছোঁয়নি। তার ঘণ্টা দুয়েক আগেই একটা টুইট—একজন প্রকৃত বন্ধু আসছেন। তাঁর সঙ্গে অনেক স্ট্র্যাটেজিক বিষয়ে আলোচনা রয়েছে। টুইট করেছেন, ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই টুইট দেখে ভারতের প্রধানমন্ত্রীর পালটা টুইট, ব্যক্তিগতভাবে উষ্ণ অভ্যর্থনা পেলাম। আপনার সঙ্গে দুর্দান্ত একটা বৈঠকের জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি। হোয়াইট হাউসের এক অফিসিয়াল বলেছেন, ভারতের প্রধানমন্ত্রীর জন্য আমরা লাল কার্পেট বিছিয়ে রাখছি।

কেমন হতে চলেছে সেই বৈঠক- কয়েকটা তথ্য

ট্রাম্পের জমানায় এই প্রথম হোয়াইট হাউসে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে ডিনারে আপ্যায়ন করছেন মার্কিন প্রেসিডেন্ট।

প্রায় পাঁচ ঘণ্টা দুই রাষ্ট্রপ্রধান একসঙ্গে কাটাবেন। প্রথমে দু-জনের একান্তে কথা হবে। তারপর প্রতিনিধদল নিয়ে দুই রাষ্ট্রপ্রধান আলোচনায় বসবেন।

মূলত কথা হবে প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং পরমাণু সহ অন্যান্য শক্তির বিষয়ে। আমেরিকা গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা-সঙ্গী হিসাবে ভারতকে তুলে ধরতে দুই রাষ্ট্রপ্রধানই চেষ্টা করবেন। ভারতের নৌবাহিনীকে ২২টি স্বয়ংক্রিয় নজরদারি ড্রোন দেওয়ার ব্যাপারটিও চূড়ান্ত হতে চলেছে।

ট্রাম্পের সঙ্গে বৈঠক ছাড়াও নরেন্দ্র মোদি দুটি অনুষ্ঠানে যোগ দেবেন। প্রথমটি হল-ভার্জিনিয়ায় ১ লক্ষ ৬৬ হাজার ভারতীয় ছাত্রছাত্রী এবং প্রায় ৪০ লক্ষ ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের অনুরোধে দুপুরের ভোজসভায়। এবং দ্বিতীয়টি হল – ২০০ বছরের পুরোনো উইলার্ড হোটেলে মার্কিন বহুজাতিক বানিজ্য সংস্থাগুলির সঙ্গে আলোচনায়। সেখানে হাজির থাকবেন, অ্যাপল-এর টিম কুক, মাইক্রোসফ্‌ট-এর সত্য নাদেল্লা, গুগল-এর সুন্দর পিচাই প্রমুখ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2t8Bm77

June 25, 2017 at 10:02AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top