মুম্বাই, ০৪ জুন- করণ জোহরের অ্যায় দিল হ্যায় মুশকিল-এ শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল ঐশ্বর্য রাই বচ্চনকে। এরপর বিভিন্ন চিত্রনাট্য পড়েছেন নায়িকা। কিন্তু পছন্দ মতো চরিত্র নাকি পাননি। তবে রাকেশ ওমপ্রকাশ মেহরার পরের ছবি ফ্যানি খান-এ নাকি অভিনয় করবেন বচ্চন-বধূ। গত বছর শিরোনামে এসেছিল ছবিটি। অনিল কাপূর শেয়ার করেছিলেন ছবিটির ফার্স্ট লুক। রাকেশের প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন অতুল মঞ্জরেকর। এটিই তাঁর ডেবিউ ছবি। এই বছরের শেষের দিকে শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে। যদিও ঐশ্বর্য নিজে এখনও এই ছবিতে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেননি। রাকেশের তরফেও অফিশিয়ালি কিছু জানানো হয়নি। মেরে পেয়ারে প্রাইম মিনিস্টার ছবি নিয়ে আপাতত ব্যস্ত রয়েছেন রাকেশ। তা শেষ করার পরই নতুন ছবিটি শুরু করবেন। দিন কয়েক আগেই কান চলচ্চিত্র উত্সবের মঞ্চে ঐশ্বর্য জানিয়েছিলেন, দুটি চিত্রনাট্য তাঁর পছন্দ হয়েছে। তার মধ্যেই একটি ফ্যানি খান। জানিয়েছেন নায়িকার এক ঘনিষ্ঠ সূত্র। যদি তা সত্যি হয়, সেক্ষেত্রে হাম আপকে দিল ম্যায় রহতে হ্যায়-এর পর আবার অনিল কাপূরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ঐশ্বর্য রাই। আর/১০:১৪/০৪ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rTwPoS
June 05, 2017 at 04:32AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top