ঢাকা, ২৪ জুন- ইলিয়াস কাঞ্চনের সঙ্গে বাংলা ছবি করে দর্শকের মন জয় করেছেন চম্পা। ইলিয়াস কাঞ্চন ও চম্পা বাংলা চলচ্চিত্রে দারুণ একটি জনপ্রিয় জুটি। বাংলা চলচ্চিত্রে চম্পার ভূমিকা অনেক। ইলিয়াস কাঞ্চন ছাড়াও চম্পা বাংলা চলচ্চিত্রে অনেক নায়কের সাথে ছবি করেছেন। আর একক নায়িকা হিসেবে চম্পার শুরুটা হয়েছিলো চলচ্চিত্রের নন্দিত অভিনেতা আলমগীরের বিপরীতে। সেই ছবির নাম নিষ্পাপ। ছবিতে নায়ক হিসেবে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছিলেন চিত্রনায়ক আলমগীর। এটি সেই ১৯৮৬ সালের কথা। এরপর ত্রিশ বছর কেটে গেলো। দুজনকে আর একসঙ্গে কোনো ছবিতে দেখা যায়নি। সেই থেকে আর কোন ছবিতে তারা এক সাথে কাজ করেননি। তবে দর্শকদের জন্য নতুন খবর হচ্ছে, দীর্ঘ ত্রিশ বছর পেরিয়ে আবারও জুটি হয়ে পর্দায় আসছেন আলমগীর-চম্পা। আলমগীরের নির্দেশনায় তার বিপরীতেই অভিনয় করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন চম্পা। ছবির নাম একটি সিনেমার গল্প। আগামী ৭ সেপ্টেম্বর থেকে এই ছবির শুটিং শুরু হবে। শুধু অপেক্ষার পালা ছবিটির কাজ শেষে দর্শকদের মাঝে উপহার দেওয়া। চম্পা জানালেন, সেই যে কবে আলমগীর ভাইয়ের সঙ্গে কাজ করলাম, তারপর আর কোনো সুযোগই হলো না। তিনি আমার খুব প্রিয় একজন অভিনেতা। তার সঙ্গে আরও অনেক কাজ করার কথা ছিলো। কিন্তু হয়নি। যাক, ভালো লাগছে তিন দশক পর আলমগীর ভাইয়ের বিপরীতে কাজ করতে যাচ্ছি ভেবে। আবারও তারই পরিচালনায়। ছবিতে নিজের চরিত্র প্রসঙ্গে চম্পা বলেন, চমৎকার একটি গল্প ছবিটির। এককথায় অসাধারণ। আমার চরিত্রটিও খুব সুন্দর। ভালো লাগবে দর্শকের। তবে সেই চরিত্র সম্পর্কে এখনই কিছু বলা নিষেধ। তবে এটুকু আশ্বস্ত করছি, ছবিটি মন জয় করে নেবে দর্শকের। ছবিটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য আলমগীরের নিজেরই। গত মে মাসে ছবিটির প্রায় সব শিল্পী চূড়ান্ত থাকলেও আলমগীরের নিজের বিপরীতে কে অভিনয় করবেন কেবল সেটিই চূড়ান্ত ছিল না। এবার এটিই চূড়ান্ত হল। আলমগীরের নিজস্ব প্রযোজনা সংস্থা আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হবে ছবিটি। এদিকে আসছে ঈদে শাহীন মাহমুদের প্রযোজনায় এসএ টিভিতে বন্ধু আমার অনুষ্ঠানে আলমগীর, ফারুক ও চম্পাকে আড্ডায় দেখা যাবে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sNdzXK
June 25, 2017 at 01:05AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top