নির্ভানা ইন হোটেল এন্ড রেস্টুরেন্টের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে অভিযোগ।।

নিজস্ব প্রতিবেদক

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার নির্ভানা ইন হোটেল এন্ড রেস্টুরেন্টের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করা হয়।

আর এ অভিযোগটি করেছেন সিলেটের খোজারখলা এলাকার বাসিন্দা ডা. শাহরিয়ার সিরাজী।

অভিযোগে বলা হয়, বুধবার ইফতারের সময় নির্ভানা ইন হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযোগকারী ডা. শাহরিয়ার সিরাজীসহ চার বন্ধু ইফতারের জন্য যান। সেখানে তারা ৪৯৫ টাকা মূল্যের বুফে মেনু অর্ডার করেন। খাওয়া শেষে ৪ জনের বিল ১৯৮০ টাকা হওয়ার কথা থাকলেও নির্ভানা কর্তৃপক্ষ তাদেরকে ৫ জনের বিল অর্থাৎ ২৪৭৫ টাকা দিতে বলে। তখন তারা ১ জনের বিল বেশি দেওয়ার বিষয়ে জানতে চাইলে কর্তৃপক্ষ তাদের উচ্ছিষ্টের মূল্য ৪৯৫ টাকা ধরা হয়েছে বলে জানায়। যা ভোক্তা অধিকার আইন বিরোধী।

অভিযোগে ডা. শাহরিয়ার সিরাজী এ ঘটনার বিচার দাবী করেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2sA7lMI

June 17, 2017 at 01:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top