লন্ডন, ১৮ জুন- চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের পর্দা নামবে রোববার। ওভালে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। বারুদে ঠাসা ফাইনাল কে জিতবে, তার উত্তর দেবে সময়। তবে ভারত-পাকিস্তান ফাইনাল যদি শেষ মুহূর্তে ভেস্তে যায়, তাহলে কোন দেশের সাজঘরে শোভা পাবে চ্যাম্পিয়ন্স ট্রফি? এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশ কয়েকটি ম্যাচে হানা দিয়েছে বৃষ্টি। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে দুটি ম্যাচের মীমাংসা হয়েছে। সেমিফাইনালে রিজার্ভ ডে না থাকলেও ফাইনালে অবশ্য রিজার্ভ ডে রয়েছে। রোববার যদি বৃষ্টির জন্য ম্যাচ না হয়, তাহলে পরের দিন অর্থাৎ সোমবার আবারও ফাইনাল ম্যাচের বল মাঠে গড়াবে। সেদিনও যদি বৃষ্টির কবলে পড়ে ফাইনাল? তাহলে কী হবে? সেক্ষেত্রে সুপার ওভারের মাধ্যমেও ম্যাচের ফলাফল বের করে আনা হবে। খেলা যদি একেবারেই না হয়, তাহলে দু দলের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি ভাগাভাগি করে দেয়া হবে। ২০০২ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালও বৃষ্টির জন্য খেলা সম্ভব হয়নি। ফাইনালের দু দল ছিল ভারত ও শ্রীলংকা। ফাইনালে একটি বলও না হওয়ায়, দুই দলকেই যুগ্মবিজয়ী ঘোষণা করা হয়। সেরকমই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান ফাইনাল ম্যাচ যদি কোনোভাবেই না হয়, তাহলে ট্রফি ভাগাভাগি করা হবে। এ আর/১২:০০/১৮ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rEgVyP
June 18, 2017 at 06:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top