নয়া দিল্লি, ১৯ জুন- পাকিস্তানের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারের পর শুধু ভারতীয় ক্রিকেট দল নয়, প্রশ্ন উঠেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়ার (বিসিসিআই) লোগো নিয়েও। সেন্ট্রাল ইনফরমেশন কমিশন (সিআইসি) প্রশ্ন তুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও কেন ব্রিটিশ আমলের লোগো ব্যবহার করছে? ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় ও ক্রীড়া মন্ত্রণালয় বরাবর এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছে সিআইসি। বিসিসিআই যে লোগো ব্যবহার করে তা তৈরি করা হয়েছিল ১৯২৮ সালে। কমিশনের তরফে বলা হয়েছে, বিসিসিআই যে প্রতীক ব্যবহার করে সেটা ব্রিটিশ আমলে ব্রিটিশদের সব থেকে পছন্দের রাজাকে দেওয়া স্টার অফ ইন্ডিয়া সম্মানের লোগোর মতোই দেখতে। কেন এখনও ব্রিটিশদের তৈরি লোগো ব্যবহার করছে ভারতের ক্রিকেট বোর্ড? প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) বরাতে জানা গেছে,সিআইসি প্রশ্ন করেছেন, ১৮৫৭ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের পর ভারত ব্রিটিশ সাম্রাজ্যের অর্ন্তভূক্ত হয়। অনুগত ভারতীয় রাজাদের বিশেষ সুবিধা দিয়েছিল ব্রিটিশরা। আর বিসিসিআইয়ের লোগো সেই ব্রিটিশদের আমলে তৈরি এবং এটি ব্রিটিশ সাম্রাজ্যের প্রতীক। বিসিসিআই কী এখনও ব্রিটিশ যুগেই আচ্ছন্ন হয়ে আছে! এমনকি এখনও আমাদের জাতীয় পতাকাতেও ব্রিটিশদের তারকা ব্যবহার করা হচ্ছে কেন? তবে বোর্ডের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কেউ মুখ খোলেননি। কিন্তু আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে জবাব চাইবে সিআইসি। আর/১০:১৪/১৯ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tkoZC1
June 20, 2017 at 04:13AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top