তুফানগঞ্জ, ২০ জুনঃ র্যাশন থেকে খারাপ আটা দেওয়ার অভিযোগ উঠল তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের কয়েকটি র্যাশন দোকান থেকে। অভিযোগ, খারাপ আটা সরবরাহ করা হচ্ছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। র্যাশন থেকে খারাপ আটা দেওয়ায় পশ্চিমবঙ্গ র্যাশন সমস্যার টোল ফ্রি নম্বরে অভিযোগও জানিয়েছে গ্রাহকরা।
স্থানীয়রা জানিয়েছেন, র্যাশন থেকে তাদের খারাপ আটা দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে হিউম্যান রাইটস কাউন্সিল সহ তুফানগঞ্জ খাদ্য সরবরাহ অফিসে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি তাদের দাবি, এই সমস্যা সমাধান না হলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন।
হিউম্যান রাইটস কাউন্সিলের আঞ্চলিক সম্পাদক তথা উত্তরপূর্ব ভারতের পর্যবেক্ষক গৌতম বর্ধন জানান, ওই আটা সংগ্রহ করে কলকাতার খাদ্য পরীক্ষা দপ্তরে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলে বিষয়টি জানা যাবে।
খাদ্য সরবরাহ দপ্তরের তুফানগঞ্জ মহকুমা কন্ট্রোলার অমৃত ঘোষ বলেন, ‘এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tpCjVK
June 20, 2017 at 11:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন