ঢাকা, ১৮ জুন- প্রতিবছর জুনের তৃতীয় রোববার পালিত হয় বিশ্ব বাবা দিবস। সেই হিসেবে এবার ১৮ জুন সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব বাবা দিবস। ফেসবুক-টুইটারের যুগে সোশাল মিডিয়ায় তাই আলাদা করে গুরুত্ব পাচ্ছে বাবা দিবস। সবাই নিজের বাবাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিচ্ছেন। বাদ নেই ক্রিকেটাররাও। বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান ও দেশের অন্যতম সেরা তরুণ ব্যাটসম্যান সাব্বির রহমান যেমন স্ট্যাটাস দিয়েছেন বাবা দিবস নিয়ে। সাকিব তার মেয়ে আলাইনাকে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন। যার ক্যাপশনে লিখেছেন, নিজে বাবা হওয়ার পর হয়তো কিছুটা বুঝতে পারছি কতটা আদর-ভালোবাসায় বড় করেছো আমাদের! বাবা দিবসের অনেক শুভেচ্ছা তোমাকে, বাবা! অন্যদিকে সাব্বির রহমান তার টাইমলাইনে বাবার সঙ্গে ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ভালো থাকুক পৃথিবীর সকল বাবা। সাকিব অবশ্য দুদিন আগে বাবা দিবস নিয়ে আরেকটি ভিডিও বার্তা পোস্ট করেছিলেন। ইউনিসেফে বাংলাদেশের শূভেচ্ছা দূতের ভূমিকায় সাকিব বলেছেন নিজে বাবা হওয়ার অনুভূতি। তার বেড়ে ওঠা, স্বপ্ন পূরণের ক্ষেত্রে বাবার অবদান নিয়েও কথা বলেছেন। সেই ভিডিও বার্তায় অবশ্য সাকিব একটি বিশেষ আবেদনও করেছেন প্রত্যেক সন্তানের কাছে। বলেছেন, চলুন এবার ঈদে আমরা সবাই বাবার সঙ্গে তোলা একটি ছবি ঈদ উপহার হিসেবে দিয়ে তাকে একজন সেরা বাবা হওয়ার জন্য ধন্যবাদ জানাই। এবং তা শেয়ার করি। আমি কাজটি করেছি। আমার সাথে আপনিও করুন।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2seH6uI
June 18, 2017 at 10:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top