দ্য হেগ, ২৪ জুন- রাষ্ট্রপুঞ্জের পাবলিক সার্ভিস ডে-র অনুষ্ঠানে যোগ দিতে নেদারল্যান্ডসের দ্য হেগে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কী বললেন তিনি? রাষ্ট্রপুঞ্জের পাবলিক সার্ভিস ফোরাম ২০১৭-র যে সেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠলেন, সেই মিনিস্টেরিয়াল কনভার্সেশনের মূল বিষয় ছিল, বর্তমানই ভবিষ্যৎ। ১০ জন অতিথির মধ্যমণি ছিলেন মমতা। তাঁদের একটি করে প্রশ্ন করেন অনুষ্ঠানের সঞ্চালক। প্রশ্ন বেছে নেওয়ার সুযোগ ছিল উপস্থিত প্যানেলিস্টদের জন্য। তিন ধরনের প্রশ্নের মধ্যে মমতা যে প্রশ্নটি বেছে নেন, তার মোদ্দা কথা ছিল জনসেবায় নতুন উদ্ভাবনী পরিকল্পনার ক্ষেত্রে ক্রিটিক্যাল ফ্যাক্টর কী হতে পারে। দুজন বক্তার পরে হাত তুলে মমতা এই প্রশ্নের উত্তর দিতে চান। প্রত্যেকের জন্যই সঞ্চালক আড়াই মিনিট সময় বেঁধে দেন। বলতে উঠার পরে মমতার বডি ল্যাঙ্গুয়েজে খানিকটা নার্ভাসনেস ধরা পড়ছিল। হতে পারে সময়সীমার মধ্যে সবটা বলার চাপ কাজ করছিল তাঁর উপরে। তবে ২ মিনিটের ঝোড়ো ভাষণে তিনি যে যে কথাগুলি বললেন: ১। পাবলিক সার্ভিস মানে সবার জন্য পরিষেবা। সরকার জনগণের, জনগণের জন্য, জনগণের দ্বারা গঠিত। পাবলিক সার্ভিস মানে নিয়মিত নজরদারি। জনগণের জন্য নিয়মিত পরিষেবা দেওয়া । ২। আমি ৩০০-র বেশি প্রসাশনিক বৈঠক করেছি। যেখানে আমি সব জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলি। সেখানে ব্লক স্তরের আধিকারিকরাও উপস্থিত থাকেন। ৩। এই দায়বদ্ধতা, স্বচ্ছতা, দীর্ঘমেয়াদি উন্নয়নের পরিকল্পনার জন্য আমরা ১০০ শতাংশ কাজ করতে পেরেছি। ৪। আমরা মেয়েদের ক্ষমতায়নের চেষ্টা করছি। কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে আমরা কন্যাসন্তানদের সাহায্য করছি। সংখ্যালঘু, ওবিসি, অন্যান্য পিছিয়ে পড়া জাতিদেরও সাহায্য করছি। ৫। সদ্যোজাত শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষদের কাছে পরিষেবা পৌঁছে দিচ্ছি। ৬। একজন শিশুকন্যা জন্মালে আমরা একটা গাছ দিই। একটি গাছই একটি ভবিষ্যৎ। ৭।আমরা ২০ মিলিয়ন ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ দিই। সবুজ পরিবহন ব্যবস্থার জন্য তাদের সাইকেল দিচ্ছি আমরা। ৮। একজন নিম্নবিত্ত মানুষের সারাজীবন ধরে যা যা পরিষেবা পাওয়া দরকার, আমরা তার ব্যবস্থা করি। ৯। গরিব মানুষের কাছে পরিষেবার লাভ পৌঁছে দিতে হবে। আমরা তৃণমূল স্তরের মানুষের জন্য কাজ করি। ১০। একজন নেতার জনগণকে নেতৃ্ত্ব দেওয়া উচিত। আমরা নেতৃত্ব দিই। অনুষ্ঠানের শেষের দিকে অবশ্য মমতা আরও একটি প্রশ্ন বেছে নেন। এই ফোরামে উপস্থিত কোনও সংস্থা বা সরকারের সঙ্গে প্যানেলিস্টরা কাজ করতে চাইবেন কিনা, এই প্রশ্নের উত্তরে মমতা বলেন, জনসেবার জন্য রাষ্ট্রপুঞ্জ একটি গুরুত্বপূর্ণ ফোরাম। আজ জনসেবা দিবস। রাষ্ট্রপুঞ্জই সারা বিশ্বকে ও মানবতাকে নেতৃত্ব দিচ্ছে। এই ফোরামের কাজ করে যাওয়া উচিত। তারাই পথ দেখাবে কী ভাবে মানুষের জন্য কাজ করা যাবে। কন্যাশ্রী প্রকল্পের জন্য মমতার হাতে পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠানের শেষে পুরস্কার বিতরণীর জন্য নির্দিষ্ট সেশনে। আর/১২:১৪/২৪ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sZF828
June 24, 2017 at 06:12AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top