নিজস্ব প্রতিনিধি: ১০ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে । শনিবার (১০ জুন)রাত সাড়ে ১০টার দিকে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রোববার (১১ জুন) সকাল ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার ফয়জুর রহমান জানান, রাত ১০টার দিকে আখাউড়া থেকে আসা ডেমু ট্রেনটি লাউয়াছড়া এলাকা অতিক্রম করছিল। এ সময় রেললাইনের ওপর একটি গাছ উপড়ে পড়ে। এতে গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়।
এ ঘটনার পর সিলেট-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট পথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এদিকে এ ঘটনায় চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস, ঢাকাগামী উপবন এক্সপ্রেস এবং লোকাল ট্রেন সুরমা মেইল ও জালালাবাদ এক্সপ্রেস শ্রীমঙ্গলসহ আশপাশের বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।
পরে রাত ১টার দিকে কুলাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে গাছ কাটা শুরু করলে ১০ ঘণ্টা পর রোববার সকাল ৮টায় আবার সিলেটের সঙ্গে সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান স্টেশন মাস্টার।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2shyk05
June 11, 2017 at 08:23PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.