লন্ডন, ১৪ জুন- প্রথম দল হিসেবে ফাইনালে উঠবে কে। ইংল্যান্ড না পাকিস্তান। তার উত্তর মিলবে আজ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরের প্রথম সেমিফাইনাল ম্যাচে আজ স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। গ্রুপ এ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়েছে ইংলিশরা। অন্যদিকে, গ্রুপ বি থেকে গ্রুপ রানার আপ সেমিতে উঠেছে পাকিস্তান। গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলে দুইটিতে জয় পায় তারা। চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসরে রানার আপ হয়েছিল ইংল্যান্ড। ২০১৩ সালে অনুষ্ঠিত ওই আসরের ফাইনালে ভারতের কাছে পাঁচ রানে হেরে গিয়েছিল তারা। গত ২৫ বছরে আইসিসি ওয়ানডে টুর্নামেন্টের নকআউট ম্যাচে মুখোমুখি হয়নি ইংল্যান্ড-পাকিস্তান। তবে, ওয়ানডেতে এই দুই দলের মধ্যে সর্বশেষ ১৪ বারের দেখায় ১২ বার জয় পেয়েছে ইংল্যান্ড। ২০১৬ সালের ৪ সেপ্টেম্বর এই ভেন্যুতে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-পাকিস্তান। ওই ম্যাচে ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ৩০২ রান করেও চার উইকেটে হেরে গিয়েছিল। এই টুর্নামেন্টের শুরুর দিকে বৃষ্টি বেশ ভুগিয়েছে। তবে, আজ বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। গত ম্যাচে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার যেমন উইকেট দেখা গিয়েছিল আজও উইকেট তেমন হতে পারে বলে আশা করা হচ্ছে। ইংল্যান্ড একাদশ (সম্ভাব্য): আলেক্স হেলস, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগ্যান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), মঈন আলী, আদিল রশীদ, লিয়াম প্লানকেট, মার্ড উড, জেক বল। পাকিস্তান একাদশ (সম্ভাব্য): আজহার আলী, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেটরক্ষক), ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, ফাহিম আশরাফ/শাদব খান, হাসান আলী, জুনায়েদ খান।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sqAyKD
June 14, 2017 at 03:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top