হিজবুলে বাড়ছে উচ্চশিক্ষিত সন্ত্রাসীর সংখ্যা

শ্রীনগর, ১ জুনঃ কাশ্মীরি জঙ্গি সংগঠনগুলিতে ক্রমশ বাড়ছে শিক্ষিত সন্ত্রাসবাদীর সংখ্যা। স্নাতক, স্নাতকোত্তর পাশ করা পড়ুয়াদের পাশাপাশি এমফিল-পিএইচডি ডিগ্রীধারীরাও নাম লেখাচ্ছে জঙ্গি সংগঠনে। গোয়েন্দা সংস্থাগুলির দাবি, হিজবুল কমান্ডার বুরহান ওানির মৃত্যুর পর গত কয়েক মাসে এই প্রবণতা আরও বেড়েছে। বর্তমানে উপত্যকায় সক্রিয় হিজবুল মুজাহিদিন, লস্কর ই তৈবা ও জৈশ ই মহম্মদ। এদের মধ্যে লস্কর ও জৈশ পুরোপুরি পাক সন্ত্রাসবাদী সংগঠন। এদের সঙ্গে যুক্ত জঙ্গিরা প্রায় প্রত্যেকে পাকিস্তানের বাসিন্দা। এই দুই সংগঠনের প্রভাবও নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় সীমাবদ্ধ। তবে প্রভাব বিস্তারে বাকি দুই সংগঠনের চেয়ে অনেকটাই এগিয়ে হিজবুল। উপত্যকায় তরুণদের একাংশের মধ্যে যে তাদের প্রভাব বেড়েছে তার প্রমাণ বুরহানের মৃত্যুর পর দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন জেলায় প্রায় তিন মাস ধরে সেনা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা।

গোয়েন্দাদের মতে, গত কয়েক বছরে উপত্যকায় সন্ত্রাসবাদের চরিত্রে গুরুত্বপূর্ণ বদল এসেছে। আগে সাধারণ মানুষকে নিশানা করা হত বর্তমানে নিরাপত্তা কর্মীদের ওপর অনেক বেশি হামলা চালানো হচ্ছে। কাশ্মার পুলিশের তথ্য বলছে, যে জেলাগুলি থেকে পাথর ছোঁড়ার ঘটনা বেশি হচ্ছে সেখানে জঙ্গি সংগঠনে নাম লেখানোর প্রবণতাও বেশি। বেশ কয়েকজন উচ্চশিক্ষিত কাশ্মীরি ইতিমধ্যেই নাম লিখিয়েছে হিজবুলে। তাদের মধ্যে ৯ জন কুপওয়াড়ার বাসিন্দা। গোয়েন্দাদের দাবি, সম্প্রতি মোট ৪৭ জন হিজবুলে সামিল হয়েছেন। তবে দক্ষিণ কাশ্মীরের তুলনায় মধ্য কাশ্মীর থেকে যোগদানের হার অনেক কম।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2siAyJA

June 01, 2017 at 09:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top