ওয়াশিংটন, ১১ জুন- টিভি দুনিয়ার সাড়া জাগানো চরিত্র ব্যাটম্যান রূপী অ্যাডাম ওয়েস্ট লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে গত শুক্রবার মারা গেছেন। তিনি লিউকোমিয়ায় ভুগছিলেন। হলিউডের এই বিশিষ্ট অভিনেতার মৃত্যু হলো ৮৮ বছর বয়সে। শনিবার ওয়েস্টের ফেসবুক থেকে তার পরিবারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। খবর ছড়িয়ে পড়তেই শোকাহত হয়ে পড়ে তার ভক্তরা। ১৯৬০ দশকে তার অভিনীত ব্যাটম্যান সিরিয়ালটি জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিল। ওয়াশিংটনের ওয়ালা ওয়ালায় ১৯২৮ সালে জন্ম নেওয়া ওয়েস্ট ১৯৫৯ সালে হলিউডে আসেন। শুরুতে টিভি সিরিজে ছোট ছোট চরিত্রে অভিনয় করা শুরু করেন। পরে ডার্ক নাইট সিরিজে অভিনয় করার সুবাদে তিনি রাতারাতি খ্যাতিমান হয়ে ওঠেন। পরে ব্যাটম্যান সিরিজে অভিনয় তাকে আকাশচুম্বী খ্যাতিতে নিয়ে যায়। ব্যাটম্যানের মতো জনপ্রিয়তা অ্যাডাম ওয়েস্ট অন্য কোনো ছবিতে পাননি। তবে এরপর তিনি অভিনয়ের পাশাপাশি অ্যানিমেশন সিনেমায় কণ্ঠ দিয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে বলা হয়, আমাদের বাবা সবসময় নিজেকে একজন ব্রাইট নাইট হিসেবে দেখতে পছন্দ করতেন। তিনি তার জীবদ্দশায় ভক্তদের মাঝে একটি ইতিবাচক প্রভাব তৈরি করতে সক্ষম হয়েছিলেন। তিনি সবসময় আমাদের নায়ক হয়ে থাকবেন।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sQljrm
June 11, 2017 at 09:38PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন