শিলিগুড়ি, ২৪ জুনঃ পাহাড় সমতলের বিরোধ অব্যাহত শনিবারও। যার জেরে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল। চরম দূর্ভোগে পর্যটকরা। সমতলে গাড়ি চালকদের বক্তব্য, পুলিশের তরফে তাদের কোনোরকম নিরাপত্তা দেওয়া হচ্ছে না।
অন্যদিকে, গতকাল সমতলের গাড়ি চালকদের দেওয়া হুমকির ফলে সিকিম থেকে কোনো গাড়ি আসছে না শিলিগুড়িতে। এছাড়া শিলিগুড়ি থেকও কোনো গাড়ি যাচ্ছে না সিকিমে। থমথমে সিকিম ন্যাশনাল ট্রান্সপোর্ট (এসএনটি)।
বর্তমান পরিস্থিতি নিয়ে আজ বৈঠকে এসএনটি কর্তৃপক্ষ। পুলিশি নিরাপত্তার দাবি করেছে তারা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sBpPMs
June 24, 2017 at 01:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন