কলকাতা, ০৯ জুন- তিনি তাঁর ক্ষমতা দেখাচ্ছেন। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আমিও নির্বাচিত সদস্য(GTA-এর)। আমি পাহাড়ের মুখ্যমন্ত্রী। ঠিক এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মোর্চা নেতা বিমল গুরুং। গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠক চলার সময় মোর্চা সমর্থকদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায় পাহাড়ে। পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয় ইট। আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে। পালটা লাঠিচার্জ করে পুলিশও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতেই সেখানে সেনা নামানো হয়। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বিমল গুরুং বলেন, সমতলে যদি তাঁর রাজ চলে তাহলে পাহাড়ে আমার রাজ চলবে। এদিকে আজ মোর্চার বনধ ঘিরে সুনসান দার্জিলিং। আটকে পড়ে পর্যটকরা। আর তাদের আশ্বস্ত করতে আজ সকালে পথে নামেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দেন, ভয়ের কোনও কারণ নেই। এদিকে এই বিষয়ে গোর্খা জনমুক্তি মোর্চার তরাই-এর কো অর্ডিনেটর ছিরিং দাহাল জানান, পাহাড় পশ্চিমবঙ্গের অংশ নয়। ১৯৫৪ সালে ভারত সরকারের Absorbed Area Act অনুসারে পাহাড়কে পশ্চিমবঙ্গের সঙ্গে জুড়ে দেওয়া হয়। পশ্চিমবঙ্গে যেই দলই ক্ষমতায় এসেছে তারা দার্জিলিঙের সঙ্গে যেভাবে বিমাতৃসুলভ আচরণ করেছে তাতে আমরা কোনওদিনই খুশি ছিলাম না, আজও নেই। যতদিন না বাংলা থেকে আমরা বিচ্ছিন্ন হচ্ছি ততদিন আমরা খুশি হব না। গোর্খাল্যান্ডই সর্বশেষ সমাধান। আর/১৭:১৪/০৯ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rTHPPZ
June 10, 2017 at 12:06AM
09 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top