ফের পাহাড়ে বন্ধ ডাকল মোর্চা

দার্জিলিং, ১০ জুনঃ মুখ্যমন্ত্রী পাহাড় ছেড়ে আসতেই সোমবার থেকে পাহাড়ে অনির্দিষ্টকালের বন্‌ধ ডাকল মোর্চা। সমস্ত কেন্দ্রীয় ও রাজ্য সরকারি অফিস বন্ধ থাকবে। তবে ২৭-৩০ জুন সরকারি অফিস খোলার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। স্কুল-কলেজ, পরিবহন, হোটেল ও দোকানপাট বন্ধের আওতার বাইরে থাকছে। ব্যাংক খোলা থাকবে শুধুমাত্র সোম ও বৃহস্পতিবার।

১৩ জুন মোর্চার ডাকে সর্বদলীয় বৈঠক করবে মোর্চা। প্রতি সোমবার দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং ও মিরিকে মোমবাতি নিয়ে মিছিলে নামবে তারা। পাশাপাশি, গোর্খাল্যান্ড প্রস্তাবিত এলাকাগুলির সাইনবোর্ডে শুধুমাত্র নেপালি ও ইংরেজি ভাষা ব্যবহারের দাবি জানিয়েছে মোর্চা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rX91gO

June 10, 2017 at 08:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top