মুম্বাই, ০২ জুন- এই দেশে মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলিকে নিয়ে মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি হয়। বৃহত্তর প্রেক্ষাপটে দেখলে তাঁরা কিন্তু বহু পিছিয়ে। এই মুহূর্তে বিশ্বসেরা খেলোয়াড় কে? সহজে এই প্রশ্নের জবাব দেওয়া সম্ভব নয়। বিজ্ঞাপন বাবদ আয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তের সংখ্যা বিশ্লেষণ করে বিখ্যাত খেলোয়াড়দের তালিকা তৈরি করেছে ইএসপিএন। এই তালিকায় সেরা দশে আছেন মেসি-রোনাল্ডো-নেমাররা। সেরা দশে না থাকলেও ক্রিকেটারদের মধ্যে এই তালিকার সেরা ১৫-এ আছেন বিরাট কোহলি ও মাহেন্দ্র সিংহ ধোনি। তালিকা অনুযায়ী, এই মুহূর্তে বিখ্যাত খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রিয়াল তারকার এনডোর্সমেন্ট থেকে আয় ৩২ মিলিয়ন মার্কিন ডলার। ইনস্টাগ্রামে সিআরসেভেন-এর ফলোয়ার ৯ কোটি ৩০ লাখ, ফেসবুকে ১১ কোটি ৮০ লাখ আর টুইটারে ৫ কোটি ৪ লাখ। দু নম্বরে রয়েছেন লেব্রন জেমস। টাকার অঙ্কে রোনাল্ডোর থেকে বেশ এগিয়ে তিনি। এনডোর্সমেন্ট থেকে তাঁর আয় ৫৫ মিলিয়ন মার্কিন ডলার। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এই বাস্কেটবল খেলোয়াড়ের ভক্তের সংখ্যা রোনাল্ডোর থেকে অনেক কম। ইনস্টাগ্রামে লেব্রনের ভক্তের সংখ্যা ২ কোটি ৮৫ লাখ, ফেসবুকে ২ কোটি ২৬ লাখ ও টুইটারে তাঁর ভক্ত ৩ কোটি ৪৪ লাখ। ইএসপিএন-এর তালিকা অনুযায়ী লিওনেল মেসি রয়েছেন তিন নম্বরে। বার্সেলোনার প্রাণভোমরা এনডোর্সমেন্ট থেকে আয় করেন ২৮ মিলিয়ন মার্কিন ডলার। ইনস্টাগ্রামে তাঁর ভক্তের সংখ্যা ৬ কোটি ৫১ লাখ আর ফেসবুকে বার্সা তারকার ভক্ত ৮ কোটি ৬৬ লাখ ডলার। মেসির অবশ্য টুইটার অ্যাকাউন্ট নেই। চারে রয়েছেন টেনিস তারকা রজার ফেডেরার, পাঁচে মার্কিন গল্ফার ফিল মিকেলসন। ছয়ে বার্সেলোনার ব্রাজিলীয় ফরোয়ার্ড নেমার। ১৩ নম্বরে রয়েছেন বিরাট কোহলি। এনডোর্সমেন্ট থেকে তিনি আয় করেন ১৭.৪ মিলিয়ন মার্কিন ডলার। ইনস্টাগ্রামে ভারত অধিনায়কের ভক্ত ১ কোটি ৩৪ লাখ, ফেসবুকে ৩ কোটি ৩৯ লাখ ও টুইটারে ১ কোটি ৩৯ লাখ। ১৫ নম্বরে থাকা মহেন্দ্র সিংহ ধোনির এনডোর্সমেন্ট থেকে আয় ১৬ মিলিয়ন মার্কিন ডলার। ইনস্টাগ্রামে মাহির ভক্ত ৫ কোটি ১ লাখ, ফেসবুকে ১ কোটি ৯৭ লাখ আর টুইটারে ৬০ লাখ। অর্থাৎ রোনাল্ডো, মেসির থেকে বহু পিছিয়ে ধোনি ও কোহলি। আর/১৭:১৪/০২ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rj9YRW
June 03, 2017 at 12:52AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top