নয়াদিল্লি, ১৯ জুনঃ মাঝ আকাশেই জেট এয়ারওয়েজের বিমানে সন্তানের জন্ম দিলেন কেরালার এক মহিলা। রবিবার ১৬২ যাত্রী নিয়ে সৌদি আরবের দাম্মাম থেকে কোচির উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিমানটি। শনিবার রাত ২.৫৫ মিনিটে দাম্মাম থেকে বিমানটি টেক অফ করে।
আরব সাগর থেকে ৩৫০০০ ফুট ওপরে প্রসবযন্ত্রণা ওঠায় বিমানের ক্রু মেম্বার ও এক নার্সের সহায়তায় প্রসব হয়। মেডিক্যাল ইমারজেন্সির দরুণ বিমানটি ঘুরিয়ে মুম্বই নিয়ে যাওয়া হয়। সেখানে এক হাসপাতালে ভরতি করা হয়েছে মা ও নবজাতক শিশুটিকে। দুজনেই বর্তমানে সুস্থ বলে জানা গিয়েছে।
প্রায় ৯০ মিনিট দেরি করে রবিবার দুপুর ১২.৪৫ মিনিটে কোচি পৌঁছয় বিমানটি। জেট বিমানে এরকম ঘটনা প্রথমবার ঘটায় বিমানসংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আজীবন ওই শিশুটি যেকোনো জায়গায় জেট বিমানে যাতায়াতের জন্য বিনামূল্যে পাস পাবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rv3nRW
June 19, 2017 at 12:30PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন