ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আমন্ত্রণ পাননি মেসির বিয়েতে!

সুরমা টাইমস ডেস্ক: রাজার বিয়ে বললে অতিশয়োক্তি হবে না। বিয়ের আয়োজন যে রাজসিক হবে, সে তো বোঝাই যায়। লিওনেল মেসির বিয়ের কথা বলা হচ্ছে। জন্মস্থান আর্জেন্টিনার রোজারিওতে আজ শৈশবের বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জোকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করবেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড।

বিয়েতে আমন্ত্রণ জানানো হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং বার্সায় তিন বছর তার কোচ লুইস এনরিকেকে। তবে মেসির আশা, বার্সার প্রথম একাদশের ২১ জন ফুটবলারের মধ্যে সবাই উপস্থিত থাকবেন। তাদের মধ্যে লুইস সুয়ারেজ ও নেইমার রয়েছেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2s90WF8

June 30, 2017 at 07:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top