জিটিএ চুক্তি পোড়াল মোর্চা

দার্জিলিং ও শিলিগুড়ি, ২৭ জুনঃ ঘোষিত কর্মসূচি মতোই মঙ্গলবার তুমুল বিক্ষোভ দেখিয়ে জিটিএ চুক্তির কপি পোড়াল গোর্খা জনমুক্তি মোর্চার কর্মী-সমর্থকরা। পাহাড়ে দার্জিলিং, কালিম্পং, কার্সিয়াং, মিরিকের পাশাপাশি সমতলে শিলিগুড়ির পিনটেল ভিলেজ সংলগ্ন অগন সিং গিরি নগর মোড়ে ও মিলন মোড়ে মোর্চা সমর্থকরা জিটিএ চুক্তির কপি পোড়ায়।

মোর্চার তরাই শাখার সভাপতি শংকর অধিকারী বলেন, রাজ্য সরকারের সঙ্গে আমরা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে জিটিএ মেনে নিয়েছিলাম। কিন্তু রাজ্য সরকার জিটিএ ঠিকমতো চালাতে দেয়নি। তাই আমরা গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলনে নেমেছি। এই আন্দোলন আগামীতে আরও জোরদার হবে।

ঝামেলার আশঙ্কায় এদিন বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল পিনটেল ভিলেজ এলাকায়। ফলে মোর্চা সমর্থকরা জিটিএ চুক্তি পুড়িয়ে স্লোগান দিলেও পুলিশের ব্যরিকেড ভাঙা বা অন্য কোনো তাণ্ডব করার চেষ্টা করেনি।

ছবিঃ পিনটেল ভিলেজ সংলগ্ন অগমসিং গিরি নগরে জিটিএ চুক্তির কপি পোড়াচ্ছে মোর্চা সমর্থকরা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sVVwyo

June 27, 2017 at 12:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top