ফোর লেনের জমিজট কাটাতে ধূপগুড়িতে পর্যটনমন্ত্রী গৌতম দেব

ধূপগুড়ি, ৬ জুনঃ ধূপগুড়ি শহরকে বাইপাস করে ফোর লেন নির্মাণের জন্য জমি অধিগ্রহণকে কেন্দ্র করে গড়ে ওঠা জটিলতা কাটাতে এবং স্থানীয় জমির মালিকদের সঙ্গে আলোচনা করে তাদের জমি দিতে রাজি করাতে আজ ধূপগুড়ি পৌঁছলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।

উল্লেখ্য, এপ্রিল মাসে জেলায় প্রশাসনিক বৈঠক করতে এসে ফোরলেনের জমিজট কাটাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবিষয়ে দায়িত্ব নেন জেলার বিধায়ক গৌতম দেব।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গত ১৪ এপ্রিল ধূপগুড়িতে রাস্তার জন্য জমি দিতে অনিচ্ছুক জমি মালিকদের সঙ্গে একপ্রস্থ আলোচনাও সাড়েন মন্ত্রী।

এদিকে ধূপগুড়ি শহরকে বাইপাস করে ফোর লেন নির্মাণ করতে চাইলেও প্রস্তাবিত রুটে যাদের জমি পড়েছে তার মধ্যে একটা বড়ো অংশের জমির মালিক ‘সারা বাংলা কৃষিজমি বাস্তু ও জীবন জীবিকা রক্ষা কমিটি’ গড়ে তুলে আন্দোলনে নেমেছেন।

ইতিমধ্যেই আন্দোলনকারীদের একটি দল গত রবিবার শিলিগুড়িতে মন্ত্রীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন বলে খবর। এরপরই এদিন মন্ত্রী গৌতম দেব স্থানীয় জমি মালিকদের সঙ্গে কথা বলতে হাজির হন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qW79I4

June 06, 2017 at 01:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top