রায়গঞ্জ পৌরসভার ৪২তম চেয়ারম্যান পদে শপথ নিলেন সন্দীপ বিশ্বাস

রায়গঞ্জ, ১৩ জুনঃ রায়গঞ্জ পৌরসভার ৪২তম চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন সন্দীপ বিশ্বাস। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ শপথ নেন। রায়গঞ্জের মহকুমা শাসক থানদুপ নামগেইল শেরপা তাঁকে শপথবাক্য পাঠ করান। পাশাপাশি ভাইস চেয়ারম্যান হিসেবে এদিন শপথ নেন অরিন্দম সরকার। এদিন অনুষ্ঠানে ২৪ জন তৃণমূল ও ৩ জন বিরোধী দলের বিজয়ী কাউন্সিলার সহ উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অমল আচার্য্য, জেলা পরিষদের সহকারী সভাধিপতি পূর্ণেন্দু দে, যুব তৃণমূল সভাপতি গৌতম পাল সহ বিশিষ্টজনেরা।

রায়গঞ্জ পৌরসভার ইতিহাসে এবারই প্রথম পৌরবোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। ৫ জুন কাউন্সিলরদের শপথগ্রহণ পর্ব শেষ হওয়ার পর চেয়ারম্যানের পদে কে বসবেন তা নিয়ে দলের অন্দরেই মতবিরোধ শুরু হয়।

এই পরিস্থিতিতে দলীয় নেতৃত্ব চেয়ারম্যান হিসেবে পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপবাবুর নাম প্রস্তাব করে। তবে এনিয়ে দলের অন্দরেই বিরোধ দেখা দিলে পরবর্তিতে রাজ্য নেতৃত্ব কলকাতায় কাউন্সিলরদের ডেকে পাঠিয়ে সন্দীপ বিশ্বাসকে চেয়ারম্যান এবং অরিন্দমবাবুকে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেয়।

এদিন চেয়ারম্যান পদের দায়িত্ব নেওয়ার পর সন্দীপ বাবু বলেন, ‘দলের প্রতিশ্রুতিকে সামনে রেখে ২৭ জন কাউন্সিলার মিলেই রায়গঞ্জের উন্নয়নের জন্য কাজ করব। কারণ রায়গঞ্জের মানুষের কাছে আমরা উন্নয়নের জন্য দায়বদ্ধ। আগামীতে আমরা কি কাজ করব তার ভিত্তিতে মানুষ আমাদের মুল্যায়ন করবে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2s6menB

June 13, 2017 at 06:01PM
13 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top