স্টকহোম, ০৭ জুন- অবশেষে নোবেল বক্তৃতা দিলেন কিংবদন্তি গায়ক বব ডিলান। গতকাল সুইডিশ একাডেমির জন্য একটি অডিও ফাইলে বক্তৃতাটি পাঠান নোবেলজয়ী এই গানের তারকা। আগামী ১০ তারিখ পুরস্কার হাতে নেবেন তিনি। সঙ্গে দেওয়া হবে নয় লক্ষ মার্কিন ডলার। এদিকে বক্তৃতার জন্য ডিলানকে ধন্যবাদ জানিয়েছে সুইডিশ একাডেমি। নোবেল বক্তব্যে বব ডিলানের ভাষ্য, তার গান কীভাবে সাহিত্য হয়ে উঠেছে, পুরস্কার পাওয়ার পর সেই প্রশ্নটা প্রথম মাথায় আসে। এই বিষয়টির দিকে মন দেন তিনি। সংযোগটা খুঁজে বের করার চেষ্টা করেন। গত অক্টোবরে সাহিত্যে নোবেল পান বব ডিলান। কিন্তু পুরস্কার নিতে যাননি। আবার নেবেন না সেকথাও ঘোষণা করেননি। ফলে শুরু হয় জল্পনা। তিনি আদৌ পুরস্কার নেবেন কিনা এমন প্রশ্ন দেখা দেয় অনেকের মনে। মার্চ মাসের শেষের দিকে ডিলানের সঙ্গে দেখা করে সুইডিশ একাডেমির এক প্রতিনিধি দল। পুরস্কার নেবেন বলে জানান ডিলান। তার আগে নিয়ম মেনে স্মারক বক্তৃতা দিয়েছিলেন তিনি। সূত্র: বিবিসি আর/১৭:১৪/০৭ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sSlwJS
June 08, 2017 at 12:47AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন