শিলিগুড়ি, ২১ জুনঃ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে কাওয়াখালি ঢোকার একমাত্র গেটটি বুধবার প্রশাসনের উদ্যোগে বন্ধ করতে গেলে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হয়। অভিযোগ, প্রায় ১০ হাজার মানুষকে অন্ধকারে ঠেলে দিয়ে এই কাজ করছে প্রশাসন। এই গেট বন্ধ হলে এলাকায় বাড়বে বেকারত্ব। এর পাশাপাশি প্রতিনিয়তই হয়রানির শিকার হতে হবে স্কুল পড়ুয়াদের। কারণ কাওয়াখালির এই অঞ্চলে যাতায়াতের প্রধান পথ হল এই গেটটি।
স্থানীয়দের দাবি, ‘মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ এলাকার মানুষের সঙ্গে কথা না বলে এভাবে পুলিশ দিয়ে গেট বন্ধ করতে পারে না। এরকম হলে প্রয়োজনে রাস্তা অবরোধ করে প্রাণ দিয়ে এই বেআইনি কাজের বিরুদ্ধে আন্দোলনে নামব।’
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মাটিগাড়া থানার ওসি সুবল ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী যায়। বারবার পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি হলেও খুব বেশি সংখ্যক পুলিশ না থাকায় আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rCdDb8
June 21, 2017 at 04:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন