মধ্যরাতে জকিগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও…।

সুরমা টাইমস ডেস্ক : পবিত্র মাহে রামজানের মাসে ও প্রচন্ড গরমের দিনে জকিগঞ্জে প্রতিদিন প্রায় ১৫ ঘন্টার মত লোডশেডিংয়ের ঘটনা ঘটছে। এতে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সেহরী, ইফতার ও তারাবির নামাজের সময়ও বিদ্যুতের দেখা মেলেনা। এতে জনমনে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
রবিবার বিকেল থেকে সোমবার সেহরীর পর পর্যন্ত একটানা লোডশেডিং অব্যাহত। প্রতিবাদে মধ্যরাতে মিছিল সহকারে শতশত বিক্ষুব্ধ জনতা জকিগঞ্জ জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছে।
পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও’র বিষয়টি টের পেয়ে জকিগঞ্জ জোনাল অফিসের প্রধান ফটক বন্ধ করে দেয় সংশ্লিষ্টরা। তাৎক্ষণিক জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।
এ সময় ওসি হাবিবুর রহমান বলেন, ডিজিএমের সাথে বৈঠক করে আগামী দু’দিনের মধ্যে জকিগঞ্জ উপজেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রদানের ব্যবস্থা করা হবে। তাঁর এ আশ্বাসের প্রেক্ষিতে উত্তেজিত জনতা পুনঃরায় বিক্ষোভ মিছিল নিয়ে জকিগঞ্জ মুক্তিযোদ্ধা চত্বরে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2s3626R

June 12, 2017 at 09:18PM
12 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top