শর্টগান ও কার্তুজসহ পাঁচ কুুখ্যাত ছিনতাইকারী গ্রেফতার ।

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্ট এলাকা থেকে সোমবার রাত আনুুমানিক ০৭ ঘটিকায় একটি শর্টগান ও চার রাউন্ড কার্তুজসহ পাঁচ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে-১) এনামুল হক(বাদশা)২৬। পিতা-আং মুুছাব্বীর,সাং-শহীদপুুর,সুনামগঞ্জ। ২)সাব্বির আহমদ (২২), পিতা-এখলাছুুর রহমান হাবিব। সাং-নবারুণ ১১৬’শিবগঞ্জ,সিলেট। ৩) মোঃ সুমন (৩৩)। পিতা-মৃত বলাই মিয়া,সাং-নয়াবাজার,বিয়ানীবাজার সিলেট। ৪) জুবায়ের আহমদ (২০)। পিতা-মজনু মিয়া, সাং-রাজাপুর,আখাউড়া,ব্রাহ্মনবাড়ীয়া। ৫) আফজাল হোসেন (৩১)। পিতা-কুতু মিয়া,সাং-ভাঁঁটিপাড়া,দিরাই সুুনামগঞ্জ।
আটককৃত পাঁচজন একই রঙের পাঞ্জাবি পরিহিত ছিল।

সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. জেদান আল মুসা।

তিনি জানান, কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ও এএসআই জামাল তালুকদারের নেতৃত্বে অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই ৫ছিনতাইকারীকে আটক করা হয়েছে। পরে (এসআই) শফিকুল ইসলাম সুরমা টাইমস কে জানান,গ্রেফতারকৃত কুুখ্যাত ছিনতাইকারী এনামুল হক(বাদশা) একজন দাগী অপরাধী তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ০৮ টি মামলা রয়েছে,সে সুনামগঞ্জের কুখ্যাত অপরাধী আবাবিল এর অন্যতম সহযোগী। গ্রেফতারকৃৃতদের বিরুদ্ধে ১৮৬৮ সনের ১৯(ক) ধরায় অস্ত্র আইনে এবং দ্রুতবিচার আইন ০৩/০৪ ধারায় দুটি মামলা দায়ের করা হয়েছে। সেইসাথে মামলা দুটিতে যথক্রমে ১০ দিন ও ০৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2tjsxro

June 27, 2017 at 11:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top