কলকাতা, ১১ জুন- গোমাংসের পরিবর্তে গরুর দুধের কর্মসূচি নিয়ে কলকাতার পথে নামল বিজেপি। শনিবার ওই কর্মসূচিতে গো উন্নয়ন সেল প্রায় ১৮০০ মানুষকে গরুর দুধ খাওয়ায়। এদিন অনেক মুসলিমও ফেরার পথে গরুর দুধে ইফতার সেরেছেন। বিজেপির রাজ্য দফতর লাগোয়া চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে দলের গো উন্নয়ন সেল এ দিন প্রায় ১৮০০ মানুষকে গরুর দুধ খাওয়ায়। গো উন্নয়ন সেলের আহ্বায়ক সুব্রত গুপ্ত জানান, রাস্তায় সিগন্যালে দাঁড়ানো বাস এবং গাড়ি থেকে নেমে বহু মানুষ গরুর দুধ খেয়েছেন। ওই এলাকার আশপাশেই মুসলিম সম্প্রদায়ের প্রচুর মানুষের বাস করেন। তারাও গরুর দুধ খান। এদিকে এই কর্মকাণ্ডের বিরুদ্ধে মুখ খুলেছেন সিপিএমের বিকাশবাবু। তার বক্তব্য, গরুর দুধ, ছাগলের দুধ সকলেই খায়। কিন্তু গরুর মাংস খেলে মানুষের স্বাস্থ্যহানি হয়, এমন প্রমাণ নেই। যারা ধর্মীয় বিশ্বাসের উপরে নির্ভর করে মানুষের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, তারা ধর্ম বা বিজ্ঞান কোনওটাই জানেন না।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sqZEZH
June 11, 2017 at 11:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top