নয়াদিল্লি, ১ জুনঃ কূলভূষণ যাদব মামলায় নয়া মোড়। পাকিস্তানের জনৈক প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল মহম্মদ হাবিব জাহির ৬ এপ্রিল থেকে নিখোঁজ। তাও আবার ভারতের প্রতিবেশী রাষ্ট্র নেপালে। এর রিপোর্ট চেয়ে ভারত সরকারকে চিঠি লিখেছে পাকিস্তান।
নাম প্রকাশে অনিচ্ছুক পাক নিরাপত্তা আধিকারিক এর আগে অভিযোগ করেছিলেন, কূলভূষণের মুক্তির পথ প্রশস্ত করতে হাবিবকে ভারতই অপহরণ করেছে। কিন্তু সরাকারিভাবে এ বিষয়ে কিছু বলেনি ইসলামাবাদ। হাবিবের খোঁজ জানতে চেয়ে ভারতীয় হাইকমিশন এবং দিল্লিকে চিঠি দিয়েছে পাকিস্তান।
যদিও ভারতীয় দূতাবাস কর্মীরা স্পষ্ট জানিয়েছেন, হাবিবের ব্যাপারে তারা কিছু জানেন না। সূত্রের খবর, ইসলামাবাদের দৃঢ় বিশ্বাস, ভারতই উপহরণ করেছে হাবিবকে। হাত রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থার।
হাবিবের খোঁজ পেতে পাকিস্তান যোগাযোগ করেছে নেপাল বিদেশ মন্ত্রকের সঙ্গেও।
কিন্তু এই হাবিবের পরিচয়? পাকিস্তানের প্রাক্তন সেনা আধিকারিক ছিলেন হাবিব। কাজ করেছেন পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়েও। ৬ এপ্রিল কাঠমান্ডু থেকে লুম্বিনিতে পা দেওয়ার পর থেকে আর কোনো খোঁজ মেলেনি তাঁর। পরিবারের দাবি, নেপালে রাষ্ট্রসংঘের একটি এজেন্সিতে তাঁকে প্রতি মাসে ৮,৫০০ মার্কিন ডলারের চাকরি অফার করা হয়েছিল। সে কারণেই নেপালে গিয়েছিলেন তিনি। কিন্তু অপর একটি সূত্রের দাবি, আইএসআইয়ের এক গোপন মিশনে নেপাল দিয়েছিলেন তিনি। পাকিস্তানের দাবি, ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ লুম্বিনী থেকে তুলে নিয়ে গিয়েছে লেফ্টেন্যান্ট কার্নেল হাবিব জাহিরকে। কুলভূষণ যাদবকে ছাড়ানোর জন্যই নাকি পণবন্দী করা হয়েছে পাক সেনার প্রাক্তন ওই কর্তাকে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rtUJ9p
June 01, 2017 at 08:44PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন