বদ্রীনাথ, ১০ জুনঃ বদ্রীনাথ থেকে হরিদ্বার যাওয়ার পথে ভেঙে পড়ল চপার। শনিবার সকাল ৭.৪৫ নাগাদ মোট ৮ জন যাত্রীদের নিয়ে রওনা দিয়েছিল ওই চপারটি। যার মধ্যে ছিল ৫ জন তার্থযাত্রী, ২ জন পাইলট ও ১ জন ইঞ্জিনিয়ার।
বদ্রীনাথ থেকে হরিদ্বার রওনা দেওয়ার কথা ছিল ক্রিস্টাল অগস্টা ১১৯ চপারটির। কিন্তু বাতাসের চাপ কম থাকায় ঠিকমতো টেকঅফ করতে পারেনি। হেলিপ্টার ক্রু দের মধ্যে অন্যতম ছিলেন ইঞ্জিনিয়ার। ঘুরন্ত ডানায় আটকে পড়ে ব্লেডের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় কপ্টার ইঞ্জিনিয়ারের। আহত হয়েছেন ২ পাইলট। তবে সকল তীর্থযাত্রীই সুরক্ষিত।
পুলিশ সূত্রের খবর, মৃত ইঞ্জিনিয়ার বিক্রম লাম্বা অসমের বাসিন্দা ছিলেন। অপর ২ পাইলট, পুনের বাসিন্দা সঞ্জয় ওয়াসি পিঠে আঘাত পেয়েছেন এবং কানপুরের বাসিন্দা অলকা শুক্লা অল্প চোট পেয়েছেন। তীর্থযাত্রীরা সকলেই গুজরাটের বাসিন্দা।
সরকারের তরফে দূর্ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rLsfrz
June 10, 2017 at 01:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন