নিজস্ব প্রতিবেদক ● ‘স্বেচ্ছায় রক্ত দান, বাঁচুক মানব প্রাণ’ এই স্লোগানে রক্তদানে উৎসাহিত করতে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে কুমিল্লায় র্যালি করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জাগ্রত মানবিকতা’।
বুধবার দুপুরে কুমিল্লা টাউন হল থেকে র্যালিটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে সমাবেশে বক্তব্য রাখেন জাগ্রত মানবিকতার কো-চেয়ারম্যান নাসিম ইউসুফ, রেইন নির্বাহী সদস্য কাউছার জামান, শাকিল আহমেদ রানা, মুন্না, ফয়সাল হোসেন, ফয়সাল খান এবং সঞ্চালনা করেন প্রেস অ্যান্ড মিডিয়া সেক্রেটারি ইকরামুল হক।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তাহসিন বাহার সূচনা বলেন, বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে এই প্রথম বিশ্বের সাথে তাল মিলিয়ে কুমিল্লায় দিবসটি পালন করা হচ্ছে আর শীঘ্রই কুমিল্লার মানুষকে রক্তের বন্ধনে আবদ্ধ করাই আমাদের মূল লক্ষ। সমাজের অসংগতির বিরুদ্ধে কাজ করতে ও অসহায়ের পাশে সহায় হয়ে দাঁড়িয়ে কাজ করার জন্য সমাজের সকল স্বাবলম্বী মানুষের কাছে তিনি আহবান করেন।
The post বিশ্ব রক্তদাতা দিবসে কুমিল্লায় র্যালি appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2szF3SJ
June 14, 2017 at 04:38PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন