মুম্বাই, ৩০ জুন- সংগীত শিল্পী হিসেবেই খ্যাতি তার। বলিউডে প্লেব্যাক করছেন দীর্ঘদিন, সালমান খানের বজরঙ্গি ভাইজান সিনেমাতে তাকে দেখা গিয়েছিল চির চেনা মিউজিশিয়ান রূপে। তবে এবার আর শিল্পী তকমার মধ্যে আবদ্ধ থাকছেন না তিনি। বলছিলাম আদনান সামির কথা, খুব শিগগিরই তার অভিষেক হতে যাচ্ছে সিনেমার হিরো হিসেবে। আফগান সিনেমায় অভিনয় করবেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন রাধিকা রাও ও বিনয় সাপরু। হিরোর ফার্স্ট লুক ইতিমধ্যেই ভাইরাল সামাজিক যোগাযোগের মাধ্যমে। আফগান ইন সার্চ অফ এ হোম নামের ছবিটিতে অভিনয় করবেন আদনান। সেই লুক সামনে এসেছে। যা সোশাল সাইটে এখন ভাইরাল। মাথায় হলুদ পাগড়ি, গোলাপী আভা লেগে থাকা গালে সুসজ্জিত দাঁড়ি। সম্প্রতি টুইটারে ছড়িয়ে পড়েছে ছবিটি। যারা চিনতে পারছেন তারা ইঙ্গিত দিয়ে বলছেন যে, ইনি একজন বলিউডের প্লেব্যাক গায়ক। এর আগে নিজের গানে অভিনয় করছেন। বেশ মোটা ছিলেন। তবে এখন ছিমছাম চেহারা। আফগান ইন সার্চ অফ এ হোম ছবিতে আদনানকে দেখা যাবে একজন মিউজিশিয়ানের চরিত্রে। জন্মসূত্রে আফগানিস্তানের বাসিন্দাকে পরিস্থিতির চাপে পড়ে দেশ ছাড়তে হয়। তিনি খুঁজতে শুরু করেন একটি দেশ-বাসস্থান-ঠিকানা। কিন্তু, বাস্তবে কী হয় সেসব মিউজিশিয়ানদের, যারা পিয়ানো বাজাতে ভালোবাসেন, গিটার বাজান, গান-সুর-বাদ্যযন্ত্র নিয়ে বেঁচে থাকতে চান, কিন্তু, পরিস্থিতির চাপে পড়ে দেশ ছাড়তে হয়! ছবিটি নিয়ে উচ্ছ্বসিত আদনান। কারণ হিসেবে জানিয়েছেন, ছবি ও চরিত্রের সঙ্গে নিজের জীবনের মিল পেয়েছেন তিনি। আবার ভারতীর অভিনেতা হিসেবে এটিই প্রথম ছবি তার। সবকিছু ঠিক থাকলে অগাস্ট থেকে শুরু হবে ছবির শুটিং। মুক্তি পাবে ২০১৮ সালে। প্রসঙ্গত ২০১৬ সালের পয়লা জানুয়ারি ভারতের নাগরিকত্ব দেওয়া হয় আদনানকে। সূত্র: এনডিটিভি আর/১২:১৪/৩০ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2s6ggm3
June 30, 2017 at 06:21AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top