বিশ্ব সংগীত দিবস উপলক্ষে বি এম এফ, সিলেট জেলা শাখা শুভেচ্ছা।

সুরমা টাইমস ডেস্ক ::বিশ্ব সংগীত দিবস আজ (২১শে জুন)। বাংলাদেশসহ বিশ্বের ১০৮টি দেশে এ দিবসটি পালন করা হয়। তবে সংগীত দিবসের উদ্ভব হয় ফ্রান্সে। বহু বছর ধরে চলে আসা দেশটির ঐতিহ্যবাহী এ মিউজিক উৎসব ১৯৮২ সালে এসে ‘ওয়ার্ল্ড মিউজিক ডে’তে রূপ নেয়। আর বিশ্বের বিভিন্ন দেশে স্থানীয়ভাবে অথবা ফরাসি দূতাবাসের সহায়তায় এ দিনটি পালন করা হয়। বাংলাদেশেও এ দিবসটিকে গুরুত্বের সঙ্গে পালন করা হয়। শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আজ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। তবে রোজার কারণে অন্য বছরের তুলনায় এবারের আয়োজন বেশ স্বল্প পরিসরে। প্রসঙ্গত, সংগীতের সার্বজনীন রূপকে আন্তর্জাতিকভাবে বরণ করতেই ২১ জুন পালন করা হয় বিশ্ব সংগীত দিবস।
আজ এই বিশ্ব সংগীত দিবস এ সিলেট জেলা শাখা থেকে বি এম এফ এর সিলেট জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষ থেকে সকল সংগীত প্রেমী ও সংগীত কলাকৌশলীদের মাঝে বিশ্ব সংগীত দিবস এর শুভেচ্ছা প্রধান করে,



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rCxyHa

June 21, 2017 at 09:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top