গবাদি পশু হত্যা নির্দেশে কেন্দ্রকে নোটিশ সুপ্রিমকোর্টের

নয়াদিল্লি, ১৫ জুনঃ গবাদি পশু হত্যা এবং মাংস বিক্রি নিয়ে কেন্দ্রকে তলব সুপ্রিম কোর্টের। বিচারপতি আরকে আগরওয়াল এবং এসকে কউলের বেঞ্চ এই মর্মে কেন্দ্রকে নেটিশ জারি করেছে এবং দু সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলেছে। পরবর্তী শুনানী ১১ জুলাই।

গত ২৬ মে গবাদি পশু হত্যা ও মাংস বিক্রি করা যাবে না এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র। কেন্দ্রের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে একটি আর্জি জানানো হয়েছিল সুপ্রিমকোর্টে। ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা দুটি পিটিশনের ভিত্তিতে আজ এই রায় সুপ্রিমকোর্টের।

দেশের পশু বাজারগুলিতে নিধনের জন্য ছয়টি গবাদি পশু ক্রয়-বিক্রয়ে সম্প্রতি নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র। এই বিধিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আর্জি জানানো হয়েছিল।

সুপ্রিমকোর্টের অতিরিক্ত সলিসিটর জেনারেল পি এস নরসিমহা জানান, সারা দেশে পশু বাজার নিয়ন্ত্রণের স্বার্থেই এই নির্দেশিকা জারি করা হয়েছিল। এর অন্য কোনো উদ্দেশ্য ছিল না। তাঁর এই মতের সাপেক্ষেই কেন্দ্রের জবাব চেয়ে নোটিশ জারি করে সুপ্রিমকোর্ট।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tqsZA2

June 15, 2017 at 08:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top