লন্ডন, ০৪ জুন- আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ইংল্যান্ডকে বড় লক্ষ্য দিলেও বোলারদের ব্যার্থতায় হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। সোমবার দ্য ওভালে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজারা। আর এই ম্যাচে বাংলাদেশের দুর্বল বোলিং লাইন আপের সুবিধা নিতে চায় অস্ট্রেলিয়া। বাংলাদেশের দেওয়া ৩০৫ রানের লক্ষ্যে খেলতে নেমে খুব সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। বোলাররা তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেননি। তিন জন স্পেশালিস্ট বোলার নিয়ে সেই ম্যাচে খেলেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন বোলিং হলে তারাও এর সুবিধা নেবেন বলেই ভাবছেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। শনিবার এক সাক্ষাৎকারে ম্যাক্সওয়েল বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রসংশা করলেও বোলারদের দুর্বলতার কথা বলেন খোলামেলাভাবে। ডানহাতি এই ব্যাটসম্যান বলেন, আমি মনে করি ইংল্যান্ডের বিপক্ষে তারা বেশ ভালো ব্যাটিং করেছে। তবে উইকেট এতোই ভালো ছিল যে তাদের ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ ভাঙ্গতে সংগ্রাম করতে হয়েছে। আর আমরা এটাই টার্গেট করতে চাই। খেলা বদলে দেওয়ার মতো বোলার বাংলাদেশ দলে নেই মনে করে এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার, তাদের ১৪৫ এর গতির বোলার নেই কিংবা অনেক ভালো স্পিনার নেই যেটা অন্য দলের থাকে। আমরা তাদের এই দুর্বলতাকেই কাজে লাগাতে চাই এবং তাদের উপর চড়াও হতে চাই। সূত্র: সিডনি মর্নিং হেরাল্ড আর/১০:১৪/০৪ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qURBPT
June 05, 2017 at 04:50AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top